আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের চারশ বছরের পুরোনো বাড়ি। তাতেই থাকতেন দম্পতি। তবে বহু পুরোনো বাড়ির সংস্কারের প্রয়োজন বলে, সেই কাজ চলছিল। আর তার মাঝেই যা বেরিয়ে এল দেওয়াল এবং মেঝে থেকে, রাতে চোখ কপালে।
পুরোনো বাড়ি নিয়ে এমনিও প্রচলিত বহু কথা। বলা হয়ে থাকে, দীর্ঘ পুরনো ঘরের বর্তমান বাসিন্দারা অনেক সময় জানেন না, কী অতীত লুকিয়ে আছে তাতে, আর রয়েছে কোন ইতিহাস। অনেক পুরোনো বাড়ির সঙ্গে জড়িয়ে সেই জায়গার, বিশেষ সময়ের বড় ইতিহাস। কালের অতলে অনেক সময় তলিয়ে যায় সেসব কথা।
পুরোনো বাড়ি নিয়ে সম্প্রতি চোখ কপালে ওঠা ঘটনা ঘটে গিয়েছে ব্রিটেনে। অলিভিয়া মুনরো এবং তাঁর স্বামী ব্রিটেনের ৪০০ বছরের পুরোনো বাড়িতে থাকেন তিনি। অতি সম্প্রতি বাড়িটি সংস্কারের কাজ শুরু করেছিলেন তাঁরা। তারপরেই হতবাক হয়ে সমাজমাধ্যমে শেয়ার করেন অভিজ্ঞতা। তবে পুরনো বাড়ি এবং তার দেওয়াল ভেবে ভয় পাওয়ার মতো কিছু নেই, যা খুঁজে পেয়েছেন ওই দম্পতি, তাতে খুশি রীতিমত। মেঝের নিচ থেকে তাঁরা খুঁজে পেয়েছেন পামেট টাইলস। এই টাইলস তৈরি এবং তার ব্যবহার কয়েক শত বছর আগে ছিল বলেই মনে করা হয়। মাটি থেকে তৈরি এবং সেই সময়ে মেঝেতে তা ব্যবহার করা হত। মেঝে ভেঙে সংস্কারের সময় সামনে এসেছে এগুলি। দেওয়াল ভাঙার সময় আবার খুঁজে পান একটি চিমনি। আগেকার সময়ে তাতে আগুন জ্বালানো হতো।
এসব পুরনো জিনিস খুঁজে পেয়ে যারপরনাই আপ্লুত ও দম্পতি। ইন্সটাগ্রামে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তাঁদের ওই ভিডিও অন্তত এককোটির বেশি মানুষ দেখেছেন।কেউ কেউ তাতে স্মৃতি চারণ করেছেন, পুরোনো বাড়িতে অনেক সময় অনেক ধনদৌলত লুকোনো থাকে, সেকথাও মনে করিয়ে দিতে ভোলেননি অনেকে।
